শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হলেন শাকিলা আশরাফ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৫০ এএম, ১২ ডিসেম্বর ২০২২
ছবি: সংগৃহীত

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার লাভ করেছেন শাকিলা আশরাফ।

জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম জয়িতা পুরস্কার দেওয়া হয়। গত ৩৩ বছর থেকে সফল নারী উদ্যোক্তা শাকিলা আশরাফ এই পুরস্কার অর্জন করেন।

গত শুক্রবার ৯ নভেম্বর জামালপুরের জেলা প্রশাসক শ্রাবন্তী রায় ও পুলিশ সুপার নাছির উদ্দিনের হাত থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।

সামাজিক বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া নারীদের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ থেকে ৩৩ বছর আগে সামাজিক বিভিন্ন বাধা বিপত্তি, ধর্মীয় কুসংস্কারকে উপেক্ষা করে কঠোর সংগ্রাম এ লিপ্ত হন শাকিলা আশরাফ। জামালপুর জেলায় প্রথম বিউটি পার্লার এবং ফাস্ট ফুড শপ প্রতিষ্ঠা করে তিনি অসামান্য অবদান রাখেন। অদম্য এই পরিশ্রম এর ফলই এই জয়িতা পুরস্কার অর্জন।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।