ডন শাহরুখের নায়িকার তালিকায় চার সুন্দরী
বলিউড কিং শাহরুখ খানের অ্যাকশনধর্মী ছবি ডন ইতোমধ্যেই বলিউডের দর্শকদের মাঝে সাড়া ফেলতে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায় নির্মিত হয়েছিলো ছবিটির প্রথম সিকুয়্যাল ডন টু।
ডন টু’র সফলতার পর দীর্ঘ বিরতির পর পরিচালক ফারহান খান শুরু করতে যাচ্ছেন ডন থ্রির কাজ। তবে ডনের চরিত্রে শাহরুখ খান থাকলেও নায়িকা নির্বাচনে পড়েছেন মধুর সমস্যায়।
বলিউড পাড়ার গুঞ্জন থেকে জানা যায়, ডন থ্রি’র সম্ভাব্য নায়িকার তালিকায় আছেন চার বলিউড সুন্দরী। ডন ও ডন টুতে কাজ করা প্রিয়াংকা চোপড়া আছেন পরিচালকের পছন্দের তালিকার শীর্ষে।
এছাড়াও এ তালিকায় রয়েছে দিপীকা পাডুকোন, আনুশকা শর্মা ও কঙ্গনা রানাওয়াতের নাম। তবে পরিচালক চাইছেন প্রিয়াঙ্কাকেই। কিন্তু সমস্যা হলো সম্প্রতি হলিউড নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় একদমই শিডিউল ফাঁকা নেই এই এই গ্ল্যামার গার্লের। এদিকে দিপীকাকে পাওয়াও কিছুটা দুষ্কর হবে। তিনিও যে ব্যস্ততায় আছেন হলিউডে নিজের অভিষেক ছবি ‘থ্রি এক্স’ নিয়ে।
অবশ্য এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না বলিউড কিং। তিনি জানিয়েছেন সময়ই বলে দেবে কে হবে ডন থ্রির নতুন অ্যাকশন গার্ল।
আরএএইচ/এলএ/আরআইপি