সিনিয়র সচিব হলেন বদরুল আরেফীন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ০৯ জানুয়ারি ২০২৩
মো. বদরুল আরেফীন/ফাইল ছবি

সিনিয়র সচিব হলেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) মো. বদরুল আরেফীন।

তাকে সিনিয়র সচিব নিয়োগ দিয়ে আগের কর্মস্থলেই পদায়ন করে সোমবার (৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন > আরও দেড় বছর আইজিপি থাকবেন মামুন

পিএসসির সদস্য হলেন দুজন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মো. খলিলুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক।

অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপ‌তি খলিলুর রহমানকে পিএস‌সির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন বলে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুন > রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনের চুক্তির মেয়াদ বাড়লো

অন্যদিকে অন্যান্য সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে গোলাম ফারুক এ নিয়োগ পেয়েছেন।

দায়িত্ব নেওয়ার দিন থে‌কে পাঁচ বছর মেয়াদে বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যে‌টি আগে ঘটে, সেই সময় পর্যন্ত খলিলুর রহমান ও গোলাম ফারুক পিএস‌সির সদস্যের দা‌য়িত্বে থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরও পড়ুন > নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন

আরএমএম/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।