মশক নিয়ন্ত্রণে ডিএসসিসির বিশেষ অভিযান শুরু বুধবার
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে দুই সপ্তাহব্যাপি বিশেষ মশক নিয়ন্ত্রণ অভিযান শুরু হচ্ছে কাল (বুধবার)। ঢাকা ক্লিন কর্মসূচির আওতায় এদিন সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে বিশেষ মশক নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্বোধন করবেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।
মেয়র ছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা।
বুধবার রাতে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় প্রেরিত এক ক্ষুদেবার্তায় গণমাধ্যম কর্মীদের উদ্বোধনী অনুষ্ঠান কাভার করতে অনুরোধ জানিয়েছেন।
এমইউ/বিএ