ফোনোলাইভে রুমি ও শিল্পী বিশ্বাস
জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমি ও শিল্পী বিশ্বাস আসছেন বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথিদের সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।
জানা গেছে, অনুষ্ঠানে রুমি তার একক ও মিক্সড অ্যালবাম থেকে জনপ্রিয় হওয়া গানগুলো গাইবেন, পাশাপাশি ফোক ও মৌলিক ঘরানার গায়িকা শিল্পী বিশ্বাস প্রচলিত ফোক গান ছাড়াও মৌলিক অ্যালবাম থেকে কিছু গান পরিবেশন করবেন।
‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি বাংলাভিশনে সম্প্রচারিত হবে বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন নাহিদ আহমেদ বিপ্লব।
এলএ/বিএ