কসক্যাপ-এসএ’র স্টিয়ারিং কমিটির সভা ২৪-২৬ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ২২ জানুয়ারি ২০২৩

আগামী ২৪-২৬ জানুয়ারি ঢাকার লা মেরিডিয়ান হোটেলে কসক্যাপ-এসএ’র ৩০তম স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিসহ এভিয়েশন সেফটি ও এয়ারওর্দিনেস সংক্রান্ত কারিগরি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এ সভার উদ্দেশ্য।

সভায় বাংলাদেশ, ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সদস্য রাষ্ট্র হিসেবে অংশগ্রহণ করবে।

সদস্য দেশগুলো ছাড়াও ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন, ইইউ, ট্রান্সপোর্ট-কানাডা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, ফ্রান্স, বোয়িংসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

রোববার (২২ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপ-পরিচালক (পার্সোনেল) ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান এই তথ্য।

এমএমএ/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।