অজ্ঞান পার্টির খপ্পরে টাকা-মোবাইল খোয়ালেন ফার্মেসির কর্মচারী

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ২৭ জানুয়ারি ২০২৩

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা ও মোবাইল খুইয়েছেন মো. হাসান (২০) নামে একজন ফার্মেসির কর্মচারী।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটে এই ঘটনা। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পাকস্থলি ওয়াশ দিয়ে ভর্তি করা হয়েছে মেডিসিন ওয়ার্ডে।

অচেতন যুবক হাসানের ভাই রিফাত হোসেন জানান, আমার ভাই কোনাপাড়ার একটি ওষুধের দোকানের কর্মচারী। কোনাপাড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে যাওয়ার পথে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অচেতন করে মানিব্যাগ ও মোবাইল নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। এখানে পাকস্থলি ওয়াশ দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, আমাদের বাসা কোনাপাড়ার দোতলা মসজিদের পাশে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।