ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা এনে ঢাকায় বিক্রি করতেন তারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৪২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।

গ্রেফতাররা হলেন— আজিম, মহসিন ও রাকিব (ড্রাইভার)। ডিবি জানায়— গ্রেফতাররা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর কারওয়ান বাজার, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম লিডার সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এফডিসির প্রবেশ গেটের সামনে রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে বার্নাড এরিক বিশ্বাস জানান, ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপভ্যানে বিশেষ কায়দায় লুকিয়ে ঢাকায় আনতেন তারা। এরপর রাজধানীর কারওয়ান বাজার, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু হয়েছে।

টিটি/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।