গজারিয়ায় আহত জাহাজ শ্রমিকের ঢামেকে মৃত্যু

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর পাড়ে জাহাজে কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে মো. রাসেল মিয়া (৩২) নামের এক শ্রমিক মারা গেছেন। রোববার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা আনোয়ার হোসেন জাগো নিউজকে জানান, রাসেল মিয়া আলম শিপিংয়ের জাহাজের কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রাসেল মিয়া নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার চর ইসলামপুর এলাকার মো. মজনু মিয়ার সন্তান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এমকেআর/জিকেএস