ল্যাভেন্ডার কনভেনিয়েন্সকে দেড় লাখ টাকা জরিমানা

রাজধানীর ভাটারায় অনিয়মের অভিযোগে ল্যাভেন্ডার কনভেনিয়েন্স স্টোর লিমিটেডকে দুটি আইনে দেড় লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। এর আগে রোববার (২৯ জানুয়ারি) ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান।
আরও পড়ুন: ২০২২ সালে ২৬৪৮ মামলা, জরিমানা আদায় ৭১ লাখ ৫২ হাজার টাকা
অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী সিএম লাইসেন্স ছাড়া এক্সটেনশন সকেট, টয়লেট সোপ ও কেলোগ’স ক্রাঞ্চি নাট বিক্রি এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: বাণিজ্যমেলা: ২৮ দিনে জরিমানা সোয়া লাখ টাকা
এছাড়া ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়াই কেক মিক্স, হালিম মিক্স, ক্ষীর মিক্স, মিল্ক হালুয়া, ফ্রুট অ্যান্ড নাট কুকিজ, মোজারেলা চিজ, প্যান পিঠা, ফিয়ামা ময়েশ্চারাইজিং বার, স্কিন ক্রিম ও ফেসিয়াল ওরাল অয়েল বিক্রি ও বাজারজাত করার অপরাধে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়।
এনএইচ/বিএ/এমএস