সিগারেট নিয়ে বাগবিতণ্ডায় নৈশপ্রহরী খুন

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় মোহাম্মদ ইউসুফ (৭৫) নামের এক নৈশপ্রহরী খুন হয়েছেন। সোমবার (৩০ জানুয়ারি) ভোর ৫টার দিকে বাকলিয়া থানাধীন বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মোস্তফা সোহেল ওরফে সোহাগ নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, সিগারেট দেওয়া-নেওয়া নিয়ে বাগবিতণ্ডার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানিয়েছেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ওসি জানান, ইউসুফ বউবাজার এলাকার নৈশপ্রহরীর কাজ করেন। আটক মোস্তফা একজন মাদকসেবী। সোমবার ভোরে ডিউটিরত ইউসুফের কাছে সিগারেট চান মোস্তফা। এসময় অন্যজনের কাছ থেকে একটি সিগারেট এনে মোস্তফাকে দেন ইউসুফ। কিছুক্ষণ পর আবার সিগারেট চান মোস্তফা। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ইউসুফকে ইট দিয়ে মাথায় আঘাত করেন মোস্তফা। এতে ঘটনাস্থলে ইউসুফ মারা যান।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন।
ইকবাল হোসেন/এমকেআর/এমএস