উপ-নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়ার নিখোঁজ প্রার্থীকে উদ্ধারে ইসির কঠোর নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩
আবু আসিফ আহমেদ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচনের ‘নিখোঁজ’ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমদকে উদ্ধারে মাঠ প্রশাসনকে নির্বাচন কমিশন (ইসি) কঠোর নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন কমিশনার রাশেদা সুলতানা।

তিনি বলেছেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি- আপনারা চেষ্টা করেন, উদ্ধার করে নিয়ে আসেন। আপনারা চাইলে উদ্ধার করতে পারবেন না, এটা বিশ্বাস করি না। তাকে উদ্ধার করেন। আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেন, ইলেকশনের আগে যেভাবে হোক, তাকে বাইরে নিয়ে আসেন।

সোমবার (৩০ জানুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ঘটনাটি কমিশন তদন্ত করতে বলেছে জানিয়ে কমিশনার রাশেদা সুলতানা বলেন, আমরা তদন্ত করতে দিয়েছি। আগে তদন্ত প্রতিবেদন আসুক, তারপর দেখা যাবে কী হয়। ডিসি, এসপি ও জেলা নির্বাচন কর্মকর্তা- এই তিনজনকে আমরা বলেছি তদন্ত করে প্রতিবেদন দেন। ঘটনাটা আসলে কী? উনি নিখোঁজ কবে থেকে হলেন, কেন হলেন, কী সমাচার- এই বিষয়গুলো। এছাড়া অন্য কিছু নয়। আমরা খবরে দেখতে পেয়েছি তাকে নাকি আটকে রাখা হয়েছে। এর সত্যতা কতটুকু তা জানার জন্য তদন্ত করতে দিয়েছি।

আরও পড়ুন: খোঁজ মিলছে না সাত্তারের প্রধান প্রতিদ্বন্দ্বী আসিফের

তিনি বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি, যেখান থেকে পারেন অতিদ্রুত তাকে উদ্ধার করুন। আপনারা উদ্ধার করতে পারবেন না- এটা বিশ্বাস করি না। আমরা বলেছি- আপনারা চেষ্টা করেন বাইরে নিয়ে আসেন। যেভাবে হোক। এই নির্দেশ আমরা দিয়েছি। আপনারা তাকে উদ্ধার করেন। তাদের (আইনশৃঙ্খলা বাহিনী) বলেছি- আন্তরিকতার সঙ্গে চেষ্টা করেন, ইলেকশনের আগে উনাকে বাইরে নিয়ে আসেন, যেভাবে হোক। যদি নির্বাচনের আগে হয়, তাহলে তো আরও ভালো। মিডিয়ার সামনে উনি আসবেন, দেখবেন, কথা বলবেন।

আরও পড়ুন: সারাদেশে জমজমের পানি বিক্রি বন্ধ: ভোক্তার ডিজি

রাশেদা সুলতানা আরও বলেন, আর যদি একান্ত না-ই হয়, তখন তো.. অ্যাকচুয়েলি আমাদের হাতে তো ওটা নেই যে.. নিজে গিয়ে ধরে আনবো। কমিশন তো নিজে গিয়ে ধরে আনতে পারবে না। আমাদের কাছে তো সেটা নেই। কমিশন ব্যবস্থা নেবে বলবে। আমরা এরই মধ্যে সেটা করে ফেলেছি। কঠোর নির্দেশ দিয়েছি।

এইচএ/আরএডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeatur[email protected] ঠিকানায়।