ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো অটোচালকের

রাজধানীর ভাটারা গোলচত্বর এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক। নিহত চালকের নাম মো. রূপচাঁদ মিয়া (২৮)। তিনি ভাটারা এলাকাতেই থাকতেন।
সোমবার (৩০ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে ঘটে এই দুর্ঘটনা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে তিনটার দিকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে মৃত্যু হয় তার।
রূপচাঁদ মিয়ার ভাই কালাচাঁদ জানান, গতরাত আড়াইটার দিকে রিকশা চালিয়ে ভাটারা গোলচত্বর এলাকা দিয়ে যাওয়ার সময় একটি বালুভর্তি ট্রাক তাকে ধাক্কা দেয়। পথচারীরা আমার ভাইকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান।
তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ধুবাউড়া থানায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কাজী আল আমীন/এমএইচআর/জেআইএম