যাত্রাবাড়ীতে দুই ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে চাকুসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন- মো. ফরিদুল ইসলাম জয় (২৩) ও মো. সোহাগ (২৪)। বুধবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৩১ জানুয়ারি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-১০ এর একটি দল। গ্রেফতাররা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
গ্রেফতার ফরিদুল ইসলাম জয়ের বিরুদ্ধে শ্যামপুর থানায় একটি ছিনতাই মামলা ও সোহাগের বিরুদ্ধে যাত্রাবাড়ী ও শ্যামপুর থানায় একটি ছিনতাই ও একটি চুরির মামলা রয়েছে।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি ছিনতাই মামলা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
আরএসএম/বিএ/এএসএম