যাত্রাবাড়ীতে দুই ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩

রাজধানীর যাত্রাবাড়ীতে চাকুসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- মো. ফরিদুল ইসলাম জয় (২৩) ও মো. সোহাগ (২৪)। বুধবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৩১ জানুয়ারি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-১০ এর একটি দল। গ্রেফতাররা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।

গ্রেফতার ফরিদুল ইসলাম জয়ের বিরুদ্ধে শ্যামপুর থানায় একটি ছিনতাই মামলা ও সোহাগের বিরুদ্ধে যাত্রাবাড়ী ও শ্যামপুর থানায় একটি ছিনতাই ও একটি চুরির মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি ছিনতাই মামলা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

আরএসএম/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।