বোয়ালখালীতে দুই বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি করায় খরণদ্বীপ এলাকার আহম্মদ মনসুরকে ৫০ হাজার টাকা ও মো. সাইফুদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও বলেন, অবৈধভাবে কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলনের খবর পেয়ে শ্রীপুর খরণদ্বীপ এলাকায় অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না চালানোর জন্য তাদের সতর্ক করা হয়।
ইকবাল হোসেন/বিএ/এএসএম