স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি বলেন, নির্বিঘ্নে সেবা নিশ্চিতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় সমাজসেবা একাডেমিতে ৪৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।
আরও পড়ুন>> প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের কারিগর শিক্ষার্থীরা
মন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচিসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করলে দেশ দারিদ্র্যমুক্ত হবে। দেশের উন্নয়নে পরিচালিত প্রতিটি কাজ আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করতে হবে।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম বুনিয়াদ হচ্ছে স্মার্ট গভর্নমেন্ট। কর্মকর্তাদের এই ধারণার সঙ্গে পরিচিত হয়ে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণ শেষে কর্মস্থলে গিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য মন্ত্রী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন>> তরুণদের গড়ে তোলার মাধ্যমে অর্জিত হবে স্মার্ট বাংলাদেশ: স্পিকার
পরে মন্ত্রী কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন।
আইএইচআর/ইএ/জেআইএম