সিআরবিতে বিপণনকর্মীকে ছুরিকাঘাত করে ছিনতাই, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার সিআরবি এলাকায় এক বিপণনকর্মীকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ে জড়িত আবুল হাশেম ওরফে হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ ফেব্রুয়ারি) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

হাসান কুমিল্লা জেলার চান্দিনা থানার তালতলা বাজার এলাকার মুসলিম উদ্দিনের ছেলে। বর্তমানে খুলশী থানার হাইলেভেল রোডের পুরান কলোনিতে বসবাস করে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবীর বলেন, শনিবার সিআরটিব এলাকা দিয়ে যাওয়ার সময় একটি টোব্যাকো কোম্পানির বিপণন কর্মী আইয়ুব আলীকে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

এই অভিযোগের প্রেক্ষিতে মামলা নেওয়া হয়। পরে অভিযান চালিয়ে রোববার সকালে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত ছোরা ও ছিনিয়ে নেওয়া মোবাইলটি উদ্ধার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ইকবাল হোসেন/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।