গানের উৎসবে তপন চৌধুরী
প্রায় ৩৬ বছরের সংগীত ক্যারিয়ারে ‘পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়’, ‘এ এমন পরিচয়’সহ অসংখ্য গান শ্রোতাদের উপহার দিয়েছেন নন্দিত কণ্ঠশিল্পী তপন চৌধুরী। আজকাল আর তার নতুন গান নেই বাজারে। দেখাও মিলে না তার খুব একটা।
তবে এই গায়কের ভক্তদের জন্য সুখবর হলো আগামীকাল রোববার, ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা ২০ মিনিটে তিনি অংশ নেবেন একটি সরাসরি গানের অনুষ্ঠানে। চ্যানেল আই’র সাপ্তাহিক আয়োজন ‘ওয়ালটন ঘরে ঘরে গানের উৎসব’ শিরোনামের অনুষ্ঠানটিতে তপন চৌধুরী গাইবেন তার জনপ্রিয় সব গান।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মৌসুমী বড়ুয়া এবং প্রযোজনা করছেন অনন্যা রুমা।
এলএ/এমএস