এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক আখতার হোসেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন সাবেক সিনিয়র সচিব মো. আখতার হোসেন।

তাকে দু-বছরের জন্য চুক্তিতে এ পদে নিয়োগ দিয়ে সোমবার (৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক ছিলেন সিনিয়র সচিব জুয়েনা আজিজ। সম্প্রতি তার মেয়াদ শেষ হয়।

আরও পড়ুন>> অবসরে যাচ্ছেন জননিরাপত্তার সিনিয়র সচিব আখতার হোসেন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব থাকার সময় গত বছরের ৩০ নভেম্বর অবসরে যান আখতার হোসেন। এখন তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে দু-বছরের জন্য এ নিয়োগ পেলেন।

আখতার হোসেন এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক পদের নির্ধারিত বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরও পড়ুন>> ‘অবসর’ ঘিরে আলোচনায় প্রশাসন, যে বার্তা দিলো সরকার

আখতার হোসেন গত বছরের ১২ জানুয়ারি জননিরাপত্তা বিভাগে সিনিয়র সচিব হিসেবে যোগদান করেন। এর আগে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সিনিয়র সচিব ছিলেন।

আরএমএম/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।