সীমান্ত স্কয়ারে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৩
প্রতীকী ছবি

রাজধানীর সীমান্ত স্কয়ারের নতুন ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট।

আরও পড়ুন>> ঢাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে অগ্নিকাণ্ড

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২ মিনিটে আগুন লাগার খবর পেয়েছেন বলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

লিমা খানম বলেন, সীমান্ত স্কয়ারের নতুন ভবনে আগুন লেগেছে। বিকেল ৫টা ২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

আরও পড়ুন>> শ্যামপুরে টেক্সটাইল মিলে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আরও পড়ুন>> আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হবে

টিটি/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।