ঢামেকের সামনে পড়েছিল নারীর মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপ-রিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন জানান, আমরা খবর পেয়ে ঢামেক হাসপাতালের বহির্বিভাগের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার নাম পরিচয় এখনো জানা যায়নি।
আরও পড়ুন: কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের
তিনি বলেন, স্থানীয়দের মুখে শুনেছি নিহত ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানার চেষ্টা চলছে।
আরএডি/জিকেএস