বিমানবাহিনীর কেরাত-আজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি কেরাত ও আজান প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিমানবাহিনী ঘাঁটি বাশারের শাহীন মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতিযোগিতায় বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক চ্যাম্পিয়ন ও বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চপুর রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকের সুপারিন্টেডেন্ট আবু হেনা আজান প্রতিযোগিতায় প্রথম এবং বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চপুরের ওয়ারেন্ট অফিসার একেএম রেজাউল করিম কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন।
সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুল সাঈদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমানবাহিনী সদরদপ্তরের (ইউনিট) এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ৮ ফেব্রুয়ারি বিমানবাহিনী সদরদপ্তরের (ইউনিট) এয়ার অধিনায়ক এয়ার কমডোর মো. রেজা এমদাদ খান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিমানবাহিনীর সাতটি দল অংশ নেয়।
টিটি/এমএএইচ/জিকেএস