বিচারপতিদের নামে ভুয়া জামিনাদেশ তৈরি করতেন তারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
গ্রেফতার তিনজন/ছবি: সংগৃহীত

উচ্চ আদালতের বিচারপতিদের নামে ভুয়া জামিনাদেশ তৈরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ জালিয়াত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতাররা হলেন- হাইকোর্ট বিভাগের সাবেক জমাদার মো. দাউদ এলাহী, সাবেক কারারক্ষী শেখ আব্দুল মাজেদ ও আশরাফুজ্জামান ওরফে রনি। সোমবার (১৪ ফেব্রুয়ারি) মাগুরা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ২০১১ সালে মাগুরা জজকোর্ট পরিদর্শনের সময় সুপ্রিম কোর্টের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী (বর্তমানে প্রধান বিচারপতি) কিছু মামলার নথি পরীক্ষা করে দেখেন। তিনি দেখতে পান, ১১টি মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের জামিনাদেশ প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। তিনি বিষয়টি হাইকোর্টের তৎকালীন ডেপুটি রেজিস্ট্রার মো. মাহফুজুল করিম আকন্দকে অনুসন্ধান করতে নির্দেশ দেন।

পুলিশ কর্মকর্তা আজাদ রহমান জানান, প্রথমে তদন্ত কর্মকর্তা মো. রফিক ও মো. দাউদ এলাহীকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন। পরে হাইকোর্ট বিভাগের তৎকালীন কোর্ট কিপার মো. আব্দুল ওয়ারেছে এ বিষয়ে শাহবাগ থানার মামলা করেন। দীর্ঘ সাত বছরেরও বেশি সময় ধরে থানা পুলিশ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি তদন্ত করে। পরবর্তীসময়ে পুলিশ সদরদপ্তরের নির্দেশে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মো. দাউদ এলাহী জানান, হাইকোর্ট বিভাগের জমাদার হিসেবে কর্মরত থাকাকালে একটি সংঘবদ্ধ প্রতারক ও জালিয়াতচক্র গড়ে তোলেন তিনি। চক্রটি হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নামে ভুয়া জামিনাদেশ তৈরি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার সাজাপ্রাপ্ত আসামিদের অর্থের বিনিময়ে জামিন পাইয়ে দেওয়ার কাজ করতেন। গ্রেফতার অন্য দুই আসামি শেখ আব্দুল মাজেদ ও আশরাফুজ্জামানসহ এজাহারনামীয় পলাতক আসামিরা তাকে সহায়তা করতেন।

এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান এ সিআইডি কর্মকর্তা।

টিটি/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।