পাহাড় কাটার অভিযোগে খুলশী ক্লাবের সহ-সভাপতির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:০২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

পাহাড় কাটার অভিযোগে চট্টগ্রামের অভিজাত খুলশী ক্লাবের সহ-সভাপতি মো. রফিক উদ্দিন বাবুলের (৫৪) বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় ক্লাবের কেয়ারটেকার মোহাম্মদ হাসান উদ্দিনসহ (৩০) আটজনকে আসামি করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে খুলশী থানায় মামলা করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন।

এর আগে পাহাড় কাটার সময় ৬ জনকে আটক করা হয়। আটকদের পরিবেশ অধিদপ্তর থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে রফিক উদ্দিনের বাবুলের বিরুদ্ধে। তবে পরে তিনি কৌশলে পালিয়ে যান বলে জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস বলেন, পাহাড় কাটার অভিযোগ পেয়ে খুলশীর ফয়স লেক এলাকায় পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। এসময় খুলশী ক্লাবের পাশের একটি পাহাড় কাটার সময় ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। যে পাহাড়টি কাটা হচ্ছিল সেটির মালিক রফিক উদ্দিন বাবুল। বাবুল খুলশী ক্লাবের সহ-সভাপতি। পাহাড় কাটার সময় ৬ জনকে আটক করে পরিবেশ অধিদপ্তরে নেওয়া হলে সেখান থেকে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বাবুল। তবে তিনি কৌশলে চলে যান। পরে বাবুলসহ ৮ জনকে আসামি করে খুলশী থানায় মামলা করা হয়।

ইকবাল হোসেন/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।