শান্তিরক্ষা মিশন মালিতে গেলেন বিমানবাহিনীর ৭০ সদস্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মালিতে কন্টিনজেন্ট প্রতিস্থাপন করতে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ বিমানবাহিনীর ৭০ সদস্য। বর্তমানে মালিতে অবস্থানরত কন্টিনজেন্টটি নতুন একটি কন্টিনজেন্ট দ্বারা প্রতিস্থাপনের অংশ হিসেবে তারা জাতিসংঘের ভাড়া করা একটি বিমানে (ইথিওপিয়ান এয়ারলাইন্স) শুক্রবার মালির উদ্দেশ্যে রওনা হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনী রিপাবলিক অব মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (মিনুসমা) নিয়োজিত কন্টিনজেন্টের মোট ১১০ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করতে যাচ্ছে। কন্টিনজেন্টের প্রথম দলটি শুক্রবার রওনা হয়েছে।

সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক বিমানবন্দরে উপস্থিত থেকে মালিগামী এ শান্তিরক্ষীদের বিদায় জানান। এছাড়া কন্টিনজেন্টের বাকি সদস্যরা আগামী ২ মার্চ মালিতে যাবেন।

টিটি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।