ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গাঁজাসহ গ্রেফতার দুই নারী
রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মোসা. টুনি খাতুন ও মোসা. সুফিয়া খাতুন ওরফে জামিলা।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিঞা এ তথ্য জানান।
আরও পড়ুন: স্ক্যানিংয়ে ধরা পড়ে না অনেক মাদক, বিমানবন্দরে বসছে ডগ স্কোয়াড
তিনি বলেন, দুজন নারী বিমানবন্দর থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন মনোলোভা কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের সামনে গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিমানবন্দর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় নারী মাদক কারবারি টুনি ও সুফিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিন কেজি গাঁজা।
আরও পড়ুন: মাদক মামলার হাজিরা দিয়ে ফেরার পথে মাদক বিক্রি!
গ্রেফতাররা জানান, বেশি টাকা লাভের আশায় মাদক কারবারের সঙ্গে জড়িয়েছেন তারা। তারা বিভিন্ন জায়গা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে বলে জানান ওসি আজিজুল হক।
টিটি/জেডএইচ/এএসএম