বোয়ালখালীতে সফল খামারি মনোয়ারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

প্রাণিসম্পদ সেবা সপ্তাহে চট্টগ্রামের বোয়ালখালীতে বর্ণাঢ্য র্যালি ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সেতু ভূষণ দাশ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রতীক সেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো.মামুন, মৎস্য কর্মকর্তা মো. ইমরান ও জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. ইউনুছ।

Bowalkhali1.jpg

প্রদর্শনীতে উপজেলার সফল খামারিরা তাদের পালিত পশুর স্টলে নিজেদের সফলতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের মধ্যে ৫টি ক্যাটাগড়িতে পুরস্কার দেওয়া হয়।

এর মধ্যে সফল নারী উদ্যোক্তা পিউর ডেইরি ফার্মের স্বত্ত্বাধিকারী মনোয়ারা বেগম ডেইরি ক্যাটাগড়িতে প্রথম স্থান অর্জন করেছেন। প্রদর্শনীতে ছিল গরু, ছাগল, ভেড়া, ব্রাহামা জাতের মুরগি, বিলাতি ডগ (জার্মান স্পিস ব্ল্যাক শেপার্ড), খরগোশ, লাভ বার্ডের স্টল। ছিল পশুর জীবন রক্ষাকারী ওষুধ ও আধুনিক যন্ত্রপাতির স্টল। দর্শনার্থীদের মধ্যে খামারে উৎপাদিত দুধ, ডিমসহ দই-মিষ্টি বিতরণ করা হয়।

ইকবাল হোসেন/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।