সবুজবাগ থেকে দুই অপহরণকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে মো. রাফসান হোসেন অভি ও মো. জুনায়েদ নামের দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। এসময় ভুক্তভোগী দুই কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর সবুজবাগ এলাকায় পৃথক দুটি অভিযানে অপহরণ চক্রের মূলহোতা মো. রাফসান হোসেন অভি ও মো. জুনায়েদকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ২ জন কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করে। ভুক্তভোগী দুই কিশোরী যাতায়াতের সময় আসামিরা তাদের উত্যক্ত করতো এবং বিভিন্ন কুপ্রস্তাব দিত। একপর‍্যায়ে তাদের কুপ্রস্তাবে রাজি না হলে তারা ওই দুই কিশোরীকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে অপহরণ করে। পরে ওই দুই কিশোরীদের পরিবার নিখোঁজ ডায়েরি করলে র‍্যাবের তৎপরতায় তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরএসএম/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।