পদ্মা সেতুর রেল সংযোগ

মধ্যরাত থেকে ৫ মার্চ পর্যন্ত বন্ধ সায়েদাবাদ রেলক্রসিং

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ০২ মার্চ ২০২৩
ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার (২ মার্চ) মধ্যরাত থেকে রোববার (৫ মার্চ) ভোর পর্যন্ত সায়েদাবাদ রেলওয়ে লেভেল ক্রসিং বন্ধ থাকবে। পদ্মা সেতু রেল সংযোগ কাজের জন্য বন্ধ রাখা হবে ক্রসিংটি।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে এ তথ্য জানান রেলওয়ের উপ-প্রধান তথ্য অফিসার মো. শরিফুল আলম।

তিনি বলেন, পদ্মা সেতু রেল সংযোগ কাজের সুবিধার জন্য আজ (২ মার্চ) মধ্যরাত থেকে ৫ মার্চ ভোর ৬টা পর্যন্ত সায়েদাবাদ রেলওয়ে লেভেল ক্রসিং সাময়িকভাবে সড়ক যান চলাচলের জন্য বন্ধ থাকবে। এ সময়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

জনগণের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি।

আরএসএম/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।