নতুন স্কেলে বেতন প্রদানে প্রজ্ঞাপন দাবি শিক্ষকদের


প্রকাশিত: ০৭:০০ এএম, ০২ মার্চ ২০১৬

অবিলম্বে বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভূক্ত শিক্ষকদের নতুন স্কেলে বেতন প্রদানের দিন তারিখসহ প্রজ্ঞাপনের দাবি জানিয়েছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট। আজ (বুধবার) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিক্ষকরা। এ সময় সংবাদ সম্মেলনে তারা বিভিন্ন দাবিও তুলে ধরেন।

দাবিগুলো হলো : কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের সংস্কার  ও পূর্ণাঙ্গ পেনশন প্রদান। এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণ প্রসঙ্গে প্রচলিত আইনের কার্যকর প্রয়োগ, সংশ্লিষ্টদের নিয়ে নীতিমালা তৈরি ও জোর মনিটরিং। জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীর কাম্য অনুপাত। ইউনেস্কোর ৩৮ তম অধিবেশনের প্রস্তাবনা অনুসারে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন। এছাড়াও প্রাথমিক  পরবর্তী শিক্ষাব্যবস্থা সুপরিকল্পিতভাবে বিন্যস্ত  করে জাতীয় দায়িত্বে অধিগ্রহণ/জাতীয়করনের লক্ষ্যে ২১ দফা দাবি জানান তারা।

জাতীয় শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে ঘোষিত কর্মসূচি সমূহ হলো-
১২ মার্চ উপজেলা সদরে সমবেশ শেষে মিছিল সহকারে প্রধানমন্ত্রী বরাবর ইউএনও` র মাধ্যেমে স্বারকলিপি প্রদান। ১৯ মার্চ জেলা সদরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে দাবির স্বপক্ষে মানববন্ধন। ২৪ মার্চ বিভাগীয় সদরে সংবাদ সম্মেলন করে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান।

এছাড়া আগামী ৩১ মার্চের মধ্যে সরকার বেসরকারী শিক্ষক-কর্মচারীদের নতুন স্কেলে বেতন ভাতা প্রদান না করা হলে এবং উল্লেখিত দাবিগুলো সক্রিয় বিবেচনায় না নিলে ফ্রন্টের জাতীয় প্রতিনিধি সভায় পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে` বলেও জানান শিক্ষক নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আজিজুল ইসলাম, সাধারন সম্পাদক আসাদুল হক, বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতির মহাসচিব মোহাম্মাদ আলী চৌধুরী প্রমুখ।

এএস/এমএমজেড/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।