সুদানে শান্তিরক্ষা মিশন পরিদর্শন করলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩২ পিএম, ১৪ মার্চ ২০২৩

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সুদানে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১৪ মার্চ) সুদান পরিদর্শনের প্রথম দিনে সেনাপ্রধান শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শন করেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, পরিদর্শনকালে সেনাপ্রধান মতবিনিময় সভার মাধ্যমে শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি সম্পর্কে বাংলাদেশি শান্তিরক্ষীদের কাছ থেকে অবগত হন। পরে শান্তিরক্ষীদের জন্য মূল্যবান দিক নির্দেশনা দেন তিনি। এছাড়াও তিনি কাদুগলির মুরতা ভিলেজ এলাকায় বঙ্গবন্ধু ফ্রি মেডিকেল ক্লিনিকের উদ্বোধন করেন।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ইউনিসফার ফোর্স কমান্ডার মেজর জেনারেল বেঞ্জামিন ওলফেমি শোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশি ডেপুটি ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকির, বিভিন্ন এজেন্সির প্রধান, ১৪ ডিভিশন কমান্ডার, কাদুগলির গভর্নর, স্থানীয় ভিলেজ প্রধান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যম কর্মীরা।

টিটি/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।