ভারতীয় হাইকমিশনে ‘ওপেন হাউজ’ বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৫ এএম, ১৫ মার্চ ২০২৩

বাংলাদেশে অবস্থান করা ভারতীয়দের অভিযোগ শোনা, এর সমাধান ও কনস্যুলার পরিষেবার বিষয়ে পরামর্শ গ্রহণে ‘ওপেন হাউজ’ বৈঠকের আয়োজন করে ভারতীয় দূতাবাস।

মঙ্গলবার (১৪ মার্চ) এই বৈঠকের আয়োজন করা হয়। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বৈঠকে যোগ দিয়ে ভারতীয়দের কথা শোনেন।

প্রণয় ভার্মা উপস্থিত ভারতীয়দের প্রশ্ন ও উদ্বেগের কথা শোনেন। তিনি তাদের আশ্বস্ত করেন যে, তাদের অভিযোগ ও পরামর্শগুলো বিবেচনা করা হবে। পাশাপাশি সেগুলো সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

‘ওপেন হাউজ’ মূলত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের কনস্যুলার পরিষেবা সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার উদ্দেশে একটি প্ল্যাটফর্ম। এতে হাইকমিশনের উদ্যোগে সেগুলোর সুরাহা ও বাস্তব সমাধান অন্বেষণে আয়োজন করা হয়।

কেএসআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।