ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন চায় সংসদীয় কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ২২ মার্চ ২০২৩

ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের ক্ষেত্রে বাংলাদেশে নিবন্ধনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (২২ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সুপারিশ এসেছে।

বৈঠকে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে প্রদর্শিত অডিও-ভিডিও প্রতিবেদন সারাদেশে প্রচারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী আন্তর্জাতিক কোম্পানিগুলোকে বাংলাদেশে আইন অনুযায়ী নিবন্ধনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করার সুপারিশ করেছে।

বৈঠকে কমিটি অনলাইন নিউজপোর্টাল, অনলাইন/আইপি টেলিভিশন এবং অনলাইন রেডিও'র নিবন্ধনের ক্ষেত্রে সচেতনভাবে কার্যকর পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করে।

একই সঙ্গে দ্য সেন্সরশিপ অব ফিলমস অ্যাক্ট ১৯৬৩ (সংশোধিত ২০০৬)- কে যুগোপযোগী করার জন্য ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন' দ্রুততম সময়ের মধ্যে প্রণয়নের কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি হাসানুল হক ইনু। এতে কমিটির সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, বেগম সিমিন হোসেন (রিমি), মুহম্মদ শফিকুর রহমান, মো. মুরাদ হাসান ও খ. মমতা হেনা লাভলী অংশগ্রহণ করেন।

এইচএস/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।