ঢাকা উত্তর সিটি

১১ কাঁচাবাজারে বসলো ডিজিটাল মূল্যতালিকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ২৩ মার্চ ২০২৩

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনসাধারণকে জানাতে ১১টি কাঁচাবাজারে মূল্য তালিকাসহ ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে মহাখালী কাঁচাবাজারে এমন একটি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র বলেন, অন্য দেশে রমজান বা অন্য কোনো উৎসব এলে ব্যবসায়ীরা ক্রেতাদের জন্য ছাড় দেন। আর আমাদের দেশের ব্যবসায়ীরা সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করেন। এটা খুবই লজ্জাজনক। আমরা কাউন্সিলরকে আহ্বায়ক করে বাজার মনিটরিং কমিটি করেছি।

এছাড়া আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, কাউন্সিলররা মাঠে থাকবেন। রমজানজুড়ে কেউ বেশি মূল্য নিচ্ছেন কি না তা জানতে আমরা মনিটরিং করবো। ‘আপনারা কেউ বেশি মূল্য নিয়েছেন’-এমন অভিযোগ যদি কেউ জানায়, তাহলে দোকান বন্ধ করে দেবো।

তিনি বলেন, প্রতিদিন বিকেল ৩টায় পণ্যের দাম জানিয়ে কৃষি মন্ত্রণালয় থেকে ডিএনসিসির মনিটরিং টিমের কাছে বিজ্ঞপ্তি পাঠানো হবে। সেই মূল্য পাওয়ার পর তা ডিজিটাল বোর্ডের মাধ্যমে সবার কাছে তুলে ধরা হবে।

১১ কাঁচাবাজারে বসলো ডিজিটাল মূল্যতালিকা

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, বেশি দাম নিলে যে কোনো ক্রেতা ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করতে পারবেন। এছাড়া ডিএনসিসির হটলাইন (১৬১০৬) নম্বরেও অভিযোগ করা যাবে। ডিসপ্লে বোর্ডে ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা এবং বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইল নম্বর প্রদর্শন করা হবে। এসব নম্বরে ফোন করেও ভোক্তারা অভিযোগ জানাতে পারবেন। এছাড়াও বোর্ডে কিউআর কোড থাকবে স্মার্টফোন ব্যবহার করে সেটি স্ক্যান করেও অভিযোগ জানানো যাবে।

মূল্য তালিকা প্রদর্শনের ডিজিটাল ডিসপ্লে বোর্ডের উদ্বোধনের আগে মেয়র ঢুকে পড়েন মহাখালী কাঁচাবাজারে। প্রথমে দুটি মুদি পণ্যের দোকানে এবং পরে একটি চালের দোকানে যান। সেখানে মূল্য তালিকা অনুযায়ী দোকানে পণ্যের দর-দাম পরীক্ষা করেন। এসময় তিনি দোকানদারদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ডিসপ্লেতে প্রদর্শিত নির্ধারিত মূল্য তালিকার চেয়ে বেশি দাম নিলে দোকান বন্ধ করে দেবো। কেউ ছাড় পাবেন না।

এমএমএ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।