খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনের পাইপ পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩১ এএম, ২৪ মার্চ ২০২৩
ফাইল ছবি

রাজধানীর খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের লোহার পাইপ মাথায় পড়ে আবুল বাছের সোহেল (৩০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল ৫টার দিকে খিলগাঁও ভূইয়াপাড়া নুরানী মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন>> পল্টনে ওয়েলকাম পরিবহনের ধাক্কায় বৃদ্ধ নিহত

তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি নিহত যুবক ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। বিকেলে তিনি ভূইয়াপাড়া নুরানী মসজিদের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পাশেই একটি ভবনের কাজ চলছিল। এসময় পাইলিংয়ের লোহার পাইপ তার মাথায় পড়লে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ভাই আবুল কাশেম জানান, তাদের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানা বটতলি গ্রামে। তাদের বাবার নাম মৃত আবুল হোসেন। তার ভাই খিলগাঁও ভূইয়াপাড়া এলাকায় স্ত্রী ও ছয় মাস বয়সী মেয়েকে নিয়ে থাকতেন।

কাজী আল-আমিন/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।