যাত্রাবাড়ীতে তিন মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী কাজলাপাড় ও দনিয়া এলাকায় পৃথক দুটি অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১০।
এতে বলা হয়, শুক্রবার যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ (১৮ লাখ টাকা মূল্য) মো. মাহাবুব আলম (২০) ও মো. সুজন (৩৬) নামে দুই কারবারিকে গ্রেফতার করে র্যাব-১০ এর একটি আভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়। এছাড়া দুটি মোবাইল ফোন ও নগদ ৮০০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া বৃহস্পতিবার (২৩ মার্চ) অপর এক অভিযানে যাত্রাবাড়ীর দনিয়া এলাকা থেকে ৬২ বোতল ফেনসিডিলসহ (আনুমানিক ১ লাখ ৮৬ হাজার টাকা) সবুজ (৩৮) নামে একজন কারবারিকে গ্রেফতার করে র্যাব-১০। এসময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া একটি মোবাইল ফোন ও নগদ ২৩ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতাররা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে গাঁজা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।
আরএসএম/এমএএইচ/জিকেএস