বিয়ের আশ্বাসে ধর্ষণ, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ২৬ মার্চ ২০২৩

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়িতে বিয়ের আশ্বাস দিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় বিপ্লব চাকমা (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল শনিবার বিকেল সোয়া তিনটার দিকে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২৬ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭।

গ্রেফতার যুবককে রাঙ্গামাটির কোতোয়ালী থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

জানা গেছে, ভুক্তভোগী ও আসামি বিপ্লব রাঙ্গামাটির কোতয়ালী থানাধীন টিএন্ডটি এলাকায় পাশাপাশি ভাড়া বাসায় থাকতেন। ২০১৮ সালে তাদের পরিচয় এবং এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ২০২০ সালের নভেম্বরে বিয়ের আশ্বাস দিয়ে ভুক্তভোগীকে বাসায় নিয়ে ধর্ষণ করেন বিপ্লব। ২০২১ সালের ১৫ ডিসেম্বর নোটারী পাবলিকের যৌথ হলফনামামূলে তারা বিয়ে করেন। বিয়ের পর একটি ভাড়া বাসায় তারা স্বামী-স্ত্রী হিসেবে বসবাস শুরু করেন। এক পর্যায়ে সামাজিকভাবে বিয়ের অনুষ্ঠান করার কথা বলে চট্টগ্রামে চলে যান বিপ্লব। এরপর ভুক্তভোগীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।

র‌্যাব সূত্র জানায়, গত ৮ ফেব্রুয়ারি ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ হলে বিয়ের বিষয়টি অস্বীকার করেন বিপ্লব। এ নিয়ে সালিশ ডাকা হলে সেখানে না এসে পালিয়ে থাকেন বিপ্লব। এ ঘটনায় ভুক্তভোগী গত ২৪ মার্চ রাঙামাটির কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এরপর শনিবার চট্টগ্রাামের আগ্রাবাদ এলাকা থেকে বিপ্লবকে গ্রেফতার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন আসামি বিপ্লব।

ইকবাল হোসেন/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।