‘রাজনৈতিক স্থিতিশীলতার ফলে বিনিয়োগে আগ্রহ বাড়ছে বিদেশিদের’

রাজনৈতিক স্থিতিশীলতা ও মানুষের ক্রয়ক্ষমতা বাড়ায় বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলে এক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সেমিনারটি আয়োজন করে বেলজিয়ামের রপ্তানি উন্নয়ন সংগঠন ওলোনিয়া এক্সপোর্ট-ইনভেস্টমেন্ট এজেন্সি এবং ফ্ল্যান্ডার্স ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড।
আরও পড়ুন: চীন উন্নয়ন সহযোগী, রাজনীতি নিয়ে মাথা ঘামায় না: তথ্যমন্ত্রী
মন্ত্রী বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা যে কোনো বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। আমাদের দেশের অর্থনীতির আকার যেভাবে বিস্তৃত হচ্ছে, রাজনৈতিক স্থিতিশীলতা আছে, মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে ও বাড়ছে, এসব কারণে বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই উপযুক্ত সময়।
বাংলাদেশে বিনিয়োগে স্বপ্রণোদিত হয়ে বেলজিয়াম এই সেমিনার করেছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বিনিয়োগে বিদেশিদের উৎসাহ দেওয়ার জন্য সাধারণত আমরাই বিদেশে গিয়ে সভা-সেমিনার করি, আর আজ বেলজিয়ামের কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের নিয়ে এখানে সেমিনার করছে। কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা যদি নষ্ট হয়, তাহলে বিদেশি বিনিয়োগ আসবে না এবং কোনো দেশ এভাবে এসে সেমিনার করবে না।
আরও পড়ুন: শর্ত অনুযায়ী খালেদা রাজনীতি করতে পারবেন না: তথ্যমন্ত্রী
সম্প্রচারমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ১০০ ইকনোমিক জোন তৈরির পরিকল্পনা নিয়েছেন। এরই মধ্যে বেশ কয়েকটি ইকনোমিক জোন উৎপাদনে গেছে। দেশি-বিদেশি বিনিয়োগ এবং চতুর্থ শিল্প বিপ্লবের কথা ভাবনায় রেখেই এই অর্থনৈতিক অঞ্চলগুলো তৈরি হচ্ছে।
বেলজিয়াম সেমিনারটি আয়োজন করায় বাংলাদেশ উপকৃত হবে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বেলজিয়াম একটি উন্নত দেশ। ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তর, ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট বসে সেখানে। সেই দেশ থেকে যদি আমাদের দেশে বিনিয়োগ আসে, বিশেষ করে হাইটেক শিল্প, যে খাতে আমরা এখনো সেভাবে পৌঁছায়নি, সেসব খাতে বিনিয়োগ আমাদের পারদর্শী করে তুলতে পারবে।
আরও পড়ুন: রমজানের পবিত্রতাও নষ্ট করতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী
এর আগে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ বছরে বাংলাদেশ বিশ্বে ৬০তম থেকে ৩৫তম অর্থনীতির দেশে রূপান্তরিত হয়েছে। করোনা মহামারিতে যখন সারা বিশ্ব থমকে গিয়েছিল, তখন বিশ্বের যে মাত্র ২০টি দেশে জিডিপি প্রবৃদ্ধি ধনাত্মক হয়েছে, আমাদের দেশ তার মধ্যে তৃতীয়। জাপানের নিক্কি গবেষণা সমীক্ষায় করোনা মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে পঞ্চম ও এশিয়ায় শীর্ষ স্থান অর্জন করেছে। আন্তর্জাতিক অর্থ তহবিল সমীক্ষায় ২০২১ সালে মাথাপিছু আয়ে আমরা ভারতকে ছাড়িয়ে গেছি।
ঢাকায় নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত দিদিয়ের ভ্যান্ডারহ্যাসেল্ট, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সামির সাত্তার এবং বাংলাদেশে বেলজিয়ামের কনসাল ড. আরিফ দৌলা সেমিনারে বক্তব্য রাখেন।
বেলজিয়ামের বাণিজ্য প্রতিনিধি দল ২৭-৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশ সফরে রয়েছে।
আইএইচআর/জেডএইচ/এএসএম