ঢাকা ও রংপুরে নতুন বিভাগীয় কমিশনার

ঢাকা ও রংপুরে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৯ মার্চ) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রংপুরের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামকে ঢাকায় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান রংপুরের বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন।
অন্য এক আদেশে ঢাকার বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে সচিব পদে পদোন্নতির পর ভূমি মন্ত্রণালয়ের পদায়ন করা হয়েছে।
আরএমএম/জেএইচ/এমএস