চট্টগ্রামে ইয়াবাসহ নারী গ্রেফতার

চট্টগ্রামে এক হাজার ইয়াবাসহ আসমা উল হোসনা (২০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর কোতোয়ালি থানার লালদীঘিপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসমা কক্সবাজারের উখিয়া থানার থাইংখালী তেলখোলা চৌকিদার পাড়ার আবুল কাশেমের মেয়ে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, বুধবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালদীঘিপাড় এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
গ্রেফতার নারী কক্সবাজার থেকে কমমূল্যে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
ইকবাল হোসেন/এমএএইচ/