বশির চাচাকে হেনস্তা করা হয়নি (ভিডিও)
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের পর আবেগের আতিশয্যে পাকিস্তানি সমর্থক বশিার চাচার গায়ে জোর করে বাংলাদেশি পতাকা জড়িয়ে দেয়ার যে অভিযোগ উঠেছে, সেটা নিয়ে খোদ প্রশ্ন তৈরী করে দিলেন বশির চাচা নিজেই। বাংলাদেশের কয়েকটি মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কেউ তাকে হেনস্তা করেনি। তিনি নিজ ইচ্ছাতেই বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন। একটি ভিডিওতে হাসিমুখে এমন দাবিই করেছেন তিনি।
অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এমপি ইলিয়াস মোল্লার উপস্থিতিতে পাকিস্তানি ওই সমর্থককে জোর করে বাংলাদেশের পতাকা পরানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যাওয়া কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের এমপি ইলিয়াস মোল্লার উপস্থিতিতে সেই পাকিস্তানি সমর্থক বশির আহমেদ কাঁদছেন।
বশির আহমেদ যিনি বশির চাচা নামেই সবার কাছে পরিচিত তিনি বাংলাদেশের একটি মিডিয়াকে বলেন, ‘কেউ আমাকে জোর করে বাংলাদেশের পতাকা পরায়নি (নো বডি ফোর্সড), আমি বাংলাদেশকে ভালোবাসি, এখানকার মানুষ খুবই ভালো। এমনকি ফাইনালে বাংলাদেশের জয় নিয়েও আমি আশাবাদী।’
ভিডিওতে বশির আহমেদ বলেন, ‘আই লাভ বাংলাদেশ। আমি ফিল ভেরি হ্যাপি ইন বাংলাদেশ। বাংলাদেশি পিপল ইজ ভেরি গুড। আফটার ম্যাচ ফিনিশ এবং বাংলাদেশ উইন, আই ক্যারিড বাংলাদেশস ফ্ল্যাগ, অ্যান্ড হাম বোলা- বাংলাদেশ জিন্দাবাদ।`
ভিডিওতে দেখুন বশির চাচার প্রতিক্রিয়া
আরটি/আইএইচএস/এমএস