নকল পণ্য উৎপাদন-বিক্রির দায়ে আট প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকার যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, ফতুল্লা ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আট প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীন নকল তার, বৈদ্যুতিক পাখা ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুত ও বিক্রির দায়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
শুক্রবার (৩১ মার্চ) বিকেলে এ তথ্য জানান র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব।
তিনি বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি দল অভিযান চালায়। তারা ঢাকার যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, ফতুল্লা ও কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অনুমোদনহীন নকল তার, বৈদ্যুতিক পাখা ও প্রসাধনী উৎপাদন, মজুত ও বিক্রির অপরাধে ৮ প্রতিষ্ঠানকে মোট ২২ লাখ টাকা জরিমানা করা হয়।
এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, অভিযানকালে জান্নাতুল মার্কেটিং কোম্পানিকে নগদ ৩ লাখ টাকা, সন্স কসমেটিক্সকে নগদ ২ লাখ টাকা, নিপা মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে নগদ এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও রংধনু ক্যাবলসকে নগদ ২ লাখ টাকা, পাওয়ার ক্যাবলসকে নগদ ৫০ হাজার টাকা, এনার্জি মেটাল ওয়ার্কস নগদ ৩ লাখ টাকা, ফরহাদ ইলেকট্রনিক্স লিমিটেডকে নগদ ৫ লাখ টাকা ও পলক ক্যাবলসকে নগদ ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আনুমানিক এক লাখ টাকা মূল্যের নকল তার, বৈদ্যুতিক পাখা ও প্রসাধনী জব্দ ও ধ্বংশ করা হয়।
প্রাথমিক অনুসন্ধান শেষে র্যাব জানায়, বেশ কিছুদিন ধরে এসব অসাধু ব্যবসায়ী অনুমোদনহীন নকল তার, বৈদ্যুতিক পাখা ও প্রসাধনী সামগ্রী উৎপাদন মজুত ও বাজারজাত করে আসছিলেন।
আরএসএম/কেএসআর/এএসএম