রাজধানীর ডেমরা থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজধানীর ডেমরায় মাদক মামলায় ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আবুল কালাম আজাদ এবং তার বয়স ৪২ বছর।
রোববার (২ এপ্রিল) আবুল কালামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩। র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, ২০১৪ সালে ঠাকুরগাঁও থানায় দায়ের করা মাদক মামলার আসামি আবুল কালাম। ওই মামলায় তার ১৪ বছরের কারাদণ্ড হয়েছে। পরবর্তীসময় আত্মগোপন করে দেশের বিভিন্ন এলাকায় পুনরায় মাদক ব্যবসা শুরু করেন আবুল কালাম। একপর্যায়ে তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
রাজধানীর ডেমরায় আত্মগোপনে ছিলেন আবুল কালাম। শনিবার বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান আরিফ মহিউদ্দিন।
আরএসএম/এসএনআর/এমএস