বাংলাদেশের সঙ্গে ভারতের মনস্তাত্বিক লড়াই
মনস্তাত্বিক লড়াইটা সব সময়ই করে থাকে ভারত। কোন টুর্নামেন্ট কিংবা সিরিজ আসলেই তাদের কথার বানে, কলমের খোঁচায় বিধ্বস্ত করতে চায় প্রতিপক্ষকে। পঙ্গপালের মত ভারতীয় মিডিয়া যেন ঝাঁপিয়ে পড়তে চায় প্রকিপক্ষের ওপর। সেটা হোক বাংলাদেশ কিংবা অন্য যে কোন দেশ।
এই প্রথম কোন টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ। শক্তির বিচারে নিঃসন্দেহে ভারত ফেভারিট। কিন্তু যে আবেগ আর অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশ খেলে থাকে, তাতে তাদেরকে কোনভাবেই ফেভারিটের তকমা না দিয়ে উপায় নেই। বিশেষ করে যখন ফাইনালেই উঠে গেছে বাংলাদেশ।
বাংলাদেশকে ঘায়েল করতে তাই মনস্তাত্বিক যুদ্ধ শুরু করে দিয়েছে ভারতীয় মিডিয়া। এমনিতেই প্রতিটি কথায়, প্রতিটি বাক্যে তাদের একটা কমন বিষয় থাকবেই, ‘ভারত ফেভারিট।’ এরই মধ্যে মনস্তাত্বিক যুদ্ধের সবচেয়ে বড় রসদ পেয়ে গেছে ভারতীয় মিডিয়া। বাংলাদেশের কোন এক সমর্থক, ফটোশপের কারসাজি দিয়ে বানিয়ে ফেলেছে একটা ছবি। যাতে দেখা যাচ্ছে, পেসার তাসকিনের হাতে ধোনির কাটা মুণ্ডু। ছবিটা আবার তৈরী করা হয়েছে গত বছর বিশ্বকাপের সময়ই। ভারতীয় মিডিয়াই এটাকে আবার এশিয়া কাপের ফাইনালের আগে সামনে নিয়ে এসেছে। ভারতের এবেলা, আনন্দবার, অনলাইন পত্রিকা কলকাতা২৪- প্রায় সবাই এ বিয়ে বারুদ ছড়াচ্ছে।
এই ছবি ফেসবুকে শেয়ার হতে না হতেই ভাইরাল হয়ে পড়েছে। ছড়িয়ে পড়েছে ক্রিকেট দুনিয়া। আর ভারতীয় মিডিয়া এ ছবি দেখেই ক্ষেপে উঠেছে। সমালোচনার বন্যা ভাসিয়ে দিচ্ছে বাংলাদেশের নাম না জানা সেই ফটোশপারকে। ছবিটা দিয়ে মনস্তাত্বিক লড়াইয়ের ভালো বিশ্লেষণ করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। লিখেছে, ‘এই ছবি এখন আর নতুন নয় কারও কাছে। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠার পর থেকেই যেন হুঙ্কার ছাড়তে শুরু করেছে বাংলাদেশ। এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশ বোলার তাসকিন আহমেদের হাতে ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির কাটা মুণ্ডু। এভাবেই শুরু হয়ে গিয়েছে মাঠের বাইরের লড়াই।’
স্পোর্টজ উইকি নামে একটি ওয়েবসাইটে কঠোর সমালোচনা করা হয়েছে এই ছবির। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের সমর্থকরা না কি সব সময়ই ভারতীয় ক্রিকেটারদের নিয়ে এমন করে থাকে। উদাহরণ হিসেবে অবশ্য তারা বাংলাদেশের জাতীয় পত্রিকা প্রথম আলোর সাপ্তাহিক প্রকাশনা রসআলোর প্রচ্ছদে চাপানো ক্যারিকেচারকেও টেনেছে। গত বছর বাংলাদেশের কাছে সিরিজ হারের পর ভারতীয় ক্রিকেটারদের নিয়ে রসআলো ক্যারিকেচার প্রকাশ করে। যেখানে দেখা যাচ্ছে, মুস্তাফিজ কাটার হাতে দাঁড়িয়ে। আর ধোনিসহ ভারতীয় ক্রিকেটারদের মাথা অর্ধেক মুড়ানো।
স্পোর্টজ উইকি আবার এটাও স্বীকার করেছে, সর্বশেষ সিরিজে মুস্তাফিজকে কাঁধের ধাক্কা দেয়ার কারণে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা অনেক বেশি ক্ষিপ্ত ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ওপর। তবে, তারা মনে করে, তাসকিনের হাতে ধোনির কাটা মুন্ডুটা, সব ধরনের সভ্যতার সীমা ছাড়িয়ে গেছে। মাঠের প্রতিদ্বন্দ্বীতার সঙ্গে মাঠের বাইরে কথার যুদ্ধকে মেনে নেওয়া যায়। কিন্তু একেবারে মাথা কেটে নেয়ার ছবি তৈরী করা যেন একেবারেই অগ্রহণযোগ্য।
আইএইচএস/আরআইপি