বঙ্গবাজারে অগ্নিকাণ্ড

ধ্বংসস্তূপ থেকে মিলছে নানা রঙের আধপোড়া শাড়ি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১০ এপ্রিল ২০২৩

বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া মালামাল সরানোর কাজ এখনো চলছে। পুড়ে ছাই হয়ে গেছে অধিকাংশ কাপড়। মাঝে-মধ্যে ধ্বংসস্তূপের জঞ্জাল থেকে বের হচ্ছে নানা রঙের আধপোড়া শাড়ি। ব্যবসায়ীরা বলছেন, ক্ষয়ক্ষতির আর অবশিষ্ট কিছু নেই।

গত ৪ এপ্রিল সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে চার চারটি মার্কেটের প্রায় সবকটি দোকান-পাট। কিছু দোকান থেকে অল্প কিছু মালামাল সরাতে পারলেও অধিকাংশ মালামালই পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার সপ্তম দিনেও মালামাল সরানোর কাজ চলছে। সোমবার (১০ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

jagonews24

আরও পড়ুন> বঙ্গবাজারে অগ্নিকাণ্ড/ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২০ লাখ টাকা দিলেন তৃতীয় লিঙ্গের সদস্যরা 

ঈদ উপলক্ষে নানা ধরনের পোশাক দোকানে তুলেছিলেন ব্যবসায়ীরা। বিশেষ করে রোজার ঈদের পর বিয়ের ধুম পড়ে যায়। বাড়ে শাড়িসহ নানান পোশাকের চাহিদা। সেকারণে বাড়তি প্রস্তুতি ছিল ব্যবসায়ীদের। কিন্তু সেসবের সবই এখন ছাই।

jagonews24

আলতাফ হোসেন নামের এক ব্যবসায়ী জাগো নিউজকে বলেন, তিন তলা মার্কেট ছিল। সব পুড়ে গেছে।

মিজানুর রহমান নামের আরেকজন বলেন, দোকানে ঈদে সব ধরনের শাড়ি তোলা হয়। বিয়ের শাড়িও আছে। এসব শাড়ি ঈদের আগেও কিছু বিক্রি হয়।

আরও পড়ুন> আগুনে পোড়া শাড়ি দিয়ে চিত্রকর্ম বানাচ্ছে বিদ্যানন্দ 

jagonews24

ব্যবসায়ী মনির হোসেন বলেন, ‘গত কয়েকদিন ধরে সকালে এসে ঘুরে ফিরে দেখছি। মালামাল সরানোর পর গত শনিবারেই বসার কথা ছিল, এখনো মালামাল সরানোই হচ্ছে। রাত পর্যন্ত এখানে থাকছি আর শুনছি অনেকেই সহযোগিতা করছে। কিন্তু আমরা এখনো কোনো সহযোগিতা পাইনি।’

এদিকে, আগামীকালের মধ্যে সব মালামাল সরিয়ে ফেলা হবে। তারপর বুধবার দুপুরেই চৌকি দিয়ে দোকান বসানো হবে বলে জানিয়েছে বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতি।

আরএসএম/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।