চট্টগ্রামে টেম্পু উল্টে যাত্রী নিহত
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার কদমতলী ফ্লাইওভারে সিএনজিচালিত টেম্পু উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
আহতরা হলেন, আজাদ হোসেন রাজু (২৪), সুমি নাথ (২৯), অজিত নাথ (৪০), রিয়াজ (৩০), লিটন পাল (৩৬) এবং সিরাজুল ইসলাম (৫৫)। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অর্থোপেডিকস ও ক্যাজুয়ালিটি বিভাগের ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
এসআই নুরুল আশেক বলেন, হালিশহর-নিউমার্কেট রুটের একটি সিএনজিচালিত টেম্পু কদমতলী ফ্লাইওয়ারে উল্টে যায়। এতে সাতজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক ব্যক্তিতে মৃত ঘোষণা করেন। তবে, নিহত যাত্রীর পরিচয় জানা যায়নি।
এমডিআইএইচ/এমএএইচ/এমএস