রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে সাক্ষাৎ করেন তিনি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান। সাক্ষাতকালে স্পিকার দুই মেয়াদে সফলতার সঙ্গে রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনের জন্য আবদুল হামিদকে অভিনন্দন জানান।
এছাড়া সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে ভাষণ প্রদানের জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান তিনি।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসব আয়োজনের জন্য স্পিকারকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপতি বলেন, এর মাধ্যমে বর্তমান ও নতুন প্রজন্ম সংসদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। এছাড়া বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানার সুযোগ পাবে। খবর: বাসস
জেডএইচ/