রাজার অভিষেকে অংশ নিতে যুক্তরাজ্যে সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২৭ এপ্রিল ২০২৩

বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর ১০ সদস্যের একটি প্রতিনিধি দল যুক্তরাজ্যে পাঠানো হয়েছে। রাজার অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্যের আমন্ত্রণে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এ ১০ সদস্যের প্রতিনিধি দল পাঠানো হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) লে. কর্নেল সাদাত মোহাম্মদ হাসানের নেতৃত্বে এ কন্টিনজেন্ট যুক্তরাজ্যে পৌঁছেছে বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

অভিষেক অনুষ্ঠানের কুচকাওয়াজ শেষে আগামী ৭ মে সমন্বিত কন্টিনজেন্টটি দেশে ফিরে আসবে।

এ কুচকাওয়াজে অংশগ্রহণ রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।