ঠাকুরগাঁওয়ে ব্যাংকের নৈশপ্রহরীকে গলাকেটে হত্যা
ঠাকুরগাঁও সদর উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফাঁড়াবাড়ি শাখার নৈশপ্রহরী রবিউল ইসলামকে (২৬) গলাকেটে হত্যা করেছে কয়েকজন সন্ত্রাসী।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। রবিউল ইসলাম সদর উপজেলার বড় বালিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে ব্যাংকের ভেতরে হট্টগোল শুনে কয়েকজন নারী বাইরে থেকে জানতে চায় ভেতরে কি হচ্ছে। এসময় ভেতর থেকে জানানো হয় পারিবারিক সমস্যা নিয়ে কথা বলছি। এঘটনার কিছুক্ষণ পর সেখানে চুপচাপ হয়ে যায়। পরে স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
সদর থানা পুলিশের ওসি মশিউর রহমান জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফাঁড়াবাড়ি শাখার ম্যানেজার তৈাফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, রবিউল সন্ধ্যা হলেই ব্যাংকে চলে আসে। সে এখানেই ঘুমায়। তবে এটি ব্যাংক ডাকাতির কোনো ঘটনা নয়। এটি সম্ভবত পারিবারিক বা পূর্ব শত্রুতার জের।
রিপন/এমএএস/এবিএস