চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:১৪ এএম, ০৯ মে ২০২৩

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীতে দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- মাসুম (৩০) ও সবুজ (২০)।

সোমবার (৮ মে) সন্ধ্যায় নগরীর পাহাড়তলী থানার বিটেক মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আশেক জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে পাহাড়তলীর বিটেক এলাকা থেকে ছুরিকাঘাতে গুরুতর আহত দুই যুবককে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, হাসপাতাল থেকে দুই ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়েছি। হাসপাতালে এবং ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তবে কী কারণে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এমডিআইএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।